ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাজার পরিদর্শন করবেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা

প্রকাশিত : ২০:০৪, ২৫ মে ২০১৬ | আপডেট: ২০:০৪, ২৫ মে ২০১৬

রমজানে নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালে রাখতে নিয়মিত বাজার পরিদর্শন করবেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নগর ভবনে কাঁচাবাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে এ’সব বলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। ফরমালিন মিশ্রিত ও ভেজাল পণ্য বিক্রি রোধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বাজারগুলোর ব্যবসায়ীদের সঙ্গে মেয়রের এই মতবিনিময় সভা। ভেজাল পণ্য ও ফরমালিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, আদেশ না মানলে জেল-জরিমানা হবে। মূল্য স্থিতিশীল রাখার আশ্বাস দেন ব্যবসায়ীরাও। তবে, বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু মুদি দোকানে মূল্য তালিকা থাকলেও কাঁচাবাজারে কোন তালিকাই নেই। ক্রেতারা জানান, পণ্যমূল্য এখনই লাগামছাড়া। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বই এর জন্য দায়ি বলেও জানান তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি