বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য
প্রকাশিত : ১৭:২৩, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:২৯, ২৬ আগস্ট ২০১৬
রাজধানীর বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য। তবে নতুন করে বেড়েছে ভোজ্য তেল ও আদার দাম। আর মুসর ডালের দাম কিছুটা কমলেও সবজির বাজার উর্ধ্বমুখি। এদিকে, অন্যান্য মাছের দাম বেশী হলেও ইলিশের দাম কম বলে জানিয়েছেন ক্রেতারা।
সবজির বাজারে প্রায় সব সবজির দামই কেজীতে বেড়েছে ৫ টাকা করে। বেগুন ৫০ টাকা, ঢেড়স ৪০ টাকা, আর গেলো সপ্তাহের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে শসা। তবে কমেছে কাঁচা মরিচের দাম। বন্যার কারনেই সবজির দাম কমছে না বলে জানালেন দোকানিরা।
এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে গরম মসলার বাজার। এদিকে রসুন আগের দামে বিক্রি হলেও বেড়েছে আদার দাম।
এদিকে দাম কমেছে মসুর ডালের। তবে আবারো সয়াবিন তেল লিটার প্রতি বেড়েছে ২ টাকা।
আমদানী বেড়েছে মাছের। তবে বড় মাছের তুলনায় ছোট মাছের দাম বেশী। আর সহনীয় পর্যায়ে রয়েছে ইলিশের দাম।
এদিকে মাংসের বাজার রয়েছে স্থিতিশীল।
আরও পড়ুন