ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাজারে এলো আকাশে ওড়ার স্পোর্টস কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ১৯ জুলাই ২০১৮

গাড়ি আকাশে উড়বে,শুনলে অবাক হতে পারেন। স্বপ্ন নয়, এবার সত্যি করে দিল  স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্টন মার্টিন। তারা সম্প্রতি তিন সিটের একটি গাড়ি উন্মোচন করেছে যা উড়তে সক্ষম। প্রতিষ্ঠানটি নিজে বলছে, এটি হলো ‘আকাশে ওড়ার স্পোর্টস কার।’ রাস্তার যানজটকে অগ্রাহ্য করে বাজারে আসছে অভিনব প্রযুক্তির এই গাড়ি।

এই ধরনের গাড়ির ধারণাকে এখনও কল্পনার অংশ বলে মনে করা হলেও আশা করা হচ্ছে, সামনের দিনে মানুষের ভ্রমণে এ ধরনের গাড়ি পরিবহণ ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দিতে পারে। ফ্লায়িং অর্থাৎ উড়ুক্কু এ কারটি ঘণ্টায় ৩২২ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম।

সংশ্লিষ্টদের দাবি, গাড়িটি বিলাসবহুল শ্রেণির হওয়ায় দামও হবে তুলনামূলক অনেক বেশি। অদূর ভবিষ্যতে এই ধরনের বিলাসবহুল উড়ক্কু গাড়ি মার্কেটে জায়গা করে নেবে বলে অ্যাস্টন মার্টিনের বিশ্বাস।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভার্টিকাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটিওএল) টাইপের এ উড়ুক্কু গাড়িটি ঘণ্টায় ৩২২ কি.মি. গতিতে চলতে পারবে।

ভিটিওএল মানে হলো গাড়ির উড্ডয়ন ও অবতরণের জন্য কোনো ধরনের রানওয়ের প্রয়োজন হয় না। যে কোনো স্থান থেকে সোজা ওপরে উঠতে পারে এবং যেকোনো স্থানে নেমে যেতে পারে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েসের চিফ অব ফিউচার এয়ারক্র্যাফটস কনসেপ্টের ডেভিড ডেবনি জানান, গাড়িটি দেখে মনে হবে যেন এটি একটি ফাইটার জেট।

কিভাবে গাড়িটি চালানো হবে, তা জানিয়েছেন ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির প্রকৌশলী হেলেন অ্যাটকিনসন। তিনি বলেন, পরিবেশ-পরিস্থিতি বুঝে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কম্পিউটার দিয়ে পরিচালিত হবে গাড়িটি। এটি আপনা-আপনিই সবকিছু নিয়ন্ত্রণ করবে।

টাইসব অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বৈমানিক ও প্রযুক্তিবিদরা নতুন এক ধরনের ট্যাক্সি তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। বৈদ্যুতিক এ ট্যাক্সিও উড়তে সক্ষম হবে। ট্যাক্সি তৈরির পাশাপাশি এয়ারবাস তৈরি করা হবে। আর এসব করা হবে সার্চ জায়ান্ট গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজের পৃষ্ঠপোষকতায়। নতুন এ উড়ুক্কু ট্যাক্সির কথা জানিয়েছে রোলস রয়েস।

প্রতিষ্ঠানটি বলছে, বৈদুতিকভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম এ যানটি ঘণ্টায় ৪০০-৮০০ কিলোমিটার গতিতে চারজন ব্যক্তিকে বহন করতে সক্ষম হবে।

 কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি