বাজারে ব্রাদারের নতুন প্রিন্টার
প্রকাশিত : ১৭:৩৮, ২০ জুলাই ২০১৮
বাংলাদেশের বাজারে নতুন ইঙ্কজেট প্রিন্টার এনেছে ব্রাদার। ডিসিপি-টি৩১০, ডিসিপি-টি৫১০ডব্লিউ এবং ডিসিপি-টি৭১০ডব্লিউ এই তিনটি ভার্সনে পাওয়া যাবে প্রিন্টারটি। ২১ হাজার ৫০০ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট দিতে সক্ষম এই ইঙ্কট্যাংক প্রিন্টার।
বাংলাদেশের ব্রাদারের এই প্রিন্টারটি বাজারজাত করছে গ্লোবালব্র্যান্ড। প্রতিষ্ঠানটি জানায়, দেশের যে কোন ফটোস্টুডিওতে এই প্রিন্টার ব্যবহারের উপযোগী। যে কোন ধরনের ফটোপেপার কিংবা গ্লোসি পেপারে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যায় অতি সহজেই। এছাড়াও যেকোন ধরণের সর্টিফিকেট প্রিন্ট করা যায় অনায়াসেই।
এই প্রিন্টারে মোট দুইটি ট্রে আছে। উপরের ট্রে-তে আছে ম্যানুয়াল ফিড ট্রে যা থেকে সর্বোচ্চ ৩০০ জিএসএম পর্যন্ত মোটা কাগজ প্রিন্ট করা যায়। আর নিচে আছে ১৫০ শিটের ইনপুট ট্রে যা ডকুমেন্ট প্রিন্টে ব্যবহার করা যায়। মাত্র ৭২৫ টাকার ৬ হাজার ৫০০ পর্যন্ত পেইজ প্রিন্ট করা যায় বলে ভোক্তা পর্যায়ে প্রিন্টারটি বেশ সাশ্রয়ী।
প্রিন্টারটি সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি। গ্লোবালব্র্যান্ডের সকল শাখা এবং অনুমোদিত ডিলার হাউজে প্রিন্টারটি পাওয়া যাচ্ছে।
//এস এইচ এস//
আরও পড়ুন