ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বাজারের অধিকাংশ লবণে যথাযথ আয়োডিন নেই [ভিডিও]

প্রকাশিত : ১৫:৪৫, ২৪ জুলাই ২০১৮

আয়োডিনের অভাবে জন্মের ১ বছরের মধ্যে মারা যায় ৩৩ হাজার নবজাতক। বছরে ৪১ হাজার মৃত শিশু জন্ম গ্রহণ করে। ১৫ হাজার শিশু হয় মানসিক প্রতিবন্ধী।

অথচ বাজারের অধিকাংশ লবণে যথাযথ আয়োডিন নেই বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এজন্যে যথাযথ তদারকির পাশাপাশি সচেতনতা বড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।

ভ্রুণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন চক্রের প্রতিটি ধাপে থায়রয়েডের হরমন অন্যতম উপাদান। আর আয়োডিনযুক্ত লবনই এর অন্যতম যোগানদাতা।

অথচ আয়োডিনের অভাবেই দেশে অসংখ্য শিশু জন্মের ১বছরের মধ্যেই মারা যাচ্ছে। আবার অনেক শিশুর জন্ম হচ্ছে মৃত অবস্থায়! এমনকি এই লবনের অভাবে অনেক শিশু হয়ে যাচ্ছে মানসিক প্রতিবন্ধী ।

সম্প্রতি তাদের এক পরীক্ষায় একাধিক কোম্পানীর লবনে যথাযত আয়োডিন পাওয়া যায়নি বলে দাবি বাংলাদেশ সায়েন্স ল্যাবরটরীর।

ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী র‌্যাবের মোবাইল কোর্টও বাজারের লবনে আয়োডিনরে অভাবের কথা বলছে।

তবে গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত লবন এবং সামুদ্রিক মাছ খাওয়ানো গেলে শিশুর সমস্যা হবেনা বলে জানান চিকিৎসক।

লবনে আয়োডিন নিশ্চিত করতে  তদারকী সংস্থাকে উদ্যোগি হওয়ার তাগিদ তার। আয়োডিন বাতাসে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় বোতল বা পকেটের মধ্যে রাখার পরামর্শ দিলেন তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি