বাজে ভিডিও ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউটিউব
প্রকাশিত : ১১:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮
যারা ইউটিউবের সাইটের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ইউটিউবের চীফ এক্সিকিউটিভ সুজান ওজস্কি বলেছেন, কিছু বাজে ভিডিও পুরো ভিডিও ব্লগার কমিউনিটির ক্ষতি করছে।যদিও এরকম বাজে কাজের ঘটনা বিরল। কিন্তু তারপরও এটি ইউটিউবের সুনামের বড় ক্ষতি করতে পারে। তাই ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করতে চায় বলে জানান তিনি।
সম্প্রতি একজন জনপ্রিয় ভিডিও ব্লগার লোগান পল একটি ভিডিওতে একজন আত্মহত্যাকারীর মৃতদেহ দেখানোর পর ইউটিউবের ব্যাপক সমালোচনা হয়। জাপানে `সুইসাইড জঙ্গল` বলে পরিচিত একটি জঙ্গলে এই মৃতদেহ পড়েছিল। প্রতি বছর সেখানে অনেক মানুষ আত্মহত্যা করতে যায়। এ ঘটনার পর অবশ্য ইউটিউব কর্তৃপক্ষ লোগান পলের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়।
ইউটিউবে বিতর্কিত কোন ভিডিওর পাশে যেন বিজ্ঞাপন দেখা না যায়, সেটা নিশ্চিত করতে ইউটিউব তাদের `এলগরিদম` ব্যবহার করছে।
কিন্তু ইউটিউবে ভিডিও ব্লগিং করে তারকায় পরিণত হয়েছেন এমন অনেকে অভিযোগ করছেন, তাদের ভিডিওকে এখন ভুলবশত এই ক্যাটাগরিতে ফেলে বিজ্ঞাপন থেকে বঞ্চিত করা হচ্ছে।
একটি ব্লগ পোস্টে ইউটিউবের প্রধান নির্বাহী সুজান ওজস্কি বলেছেন, তিনি ইউটিউবের ব্যাপারে মানুষের যে আস্থা সেটা আরও বাড়াতে চান। তাই কিভাবে নানা সমস্যার আরও ভালো সমাধান খোঁজা যায়, তারা সেই চেষ্টা করছেন।
তবে ইউটিউবের একজন বড় তারকা হ্যাংক গ্রীন এক ব্লগ পোস্টে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সূত্র: বিবিসি
একে// এআর
আরও পড়ুন