ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজেট বিড়ম্বনায় তৈমুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জন্মের পর নামকরণ, আর তারপরই বিতর্ক। সাইফ-কারিনার ছেলে তৈমুরকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কখনও নাম নিয়ে, আবার কখনও তৈমুরের জিনিসপত্র ছুঁড়ে ফেলা নিয়ে সরগরম হয়ে উঠছে শোবিজ। সবকিছু মিলিয়ে তৈমুর আলি খান সব সময়ই উঠে আসেন শিরোনামে। এবার নেটিজনরা তৈমুরকে নিয়ে মেতে উঠেছে ভিন্ন প্রসঙ্গে। ২০১৮ সালের ভরতের বাজেট ঘোষণার দিনও তৈমুরকে নিয়ে আলোচনা অব্যাহত।
অরুণ জেটলি সংসদের যখন বাজেট পেশ করতে শুরু করেন, সেই সময় টুইটারে ট্রল করা হয় তৈমুরকে। কখনও তৈমুরের জিমে যাওয়া নিয়ে মশকরা করা হয়। আবার কখনও বাজেট নিয়ে তৈমুর কী মন্তব্য করবে, তা নিয়েও তোলা হয় প্রশ্ন। আবার কখনও এই বাজেটে তৈমুর কী পেল, তা নিয়ে মজা করা হয়। আবার কেউ প্রশ্ন তোলেন, এই বাজেটে কি তৈমুর ঠিক করতে পারবে যে, পকেট মানি থেকে তৈমুর নিজের জন্য কয়টা ডায়াপার কিনতে পারবে? সবকিছু মিলিয়ে বাজেট নিয়ে দিনভর সংসদে টানাপোড়েন থাকলেও, নেটিজেনদের একাংশ ব্যস্ত ছিলো তৈমুরকে নিয়ে।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি