ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজেটে রোহিঙ্গাদের জন্য আলাদা বরাদ্দের সুপারিশ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৬:৫৯, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাজেটে রোহিঙ্গাদের জন্য আলাদা বরাদ্দের সুপারিশ করেছেন সিপিডির অর্থনীতিবিদরা। চট্টগ্রামে এক সংলাপে তারা এই প্রস্তাব দেন। পাশাপাশি যেসব এলাকায় বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছে, সেখানকার জনসাধারণ ও স্থানীয় সরকারের জন্যও বরাদ্দের সুপারিশ করেন তারা।

নগরীর একটি হোটেলে রোহিঙ্গা সংকটের অর্থনৈতিক প্রভাব ও আগামী বাজেট নিয়ে এই সংলাপের আয়োজন করে সিপিডি, টিআইবি ও সচেতন নাগরিক- সনাক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন- নেপেইদোর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিদিন ৩০০ জনকে ফেরত নেয়া হলে, সবাইকে নিতে সময় লাগবে অন্তত ৭ বছর।

রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কোন ষড়যন্ত্ররে মধ্যে যেন বাংলাদেশ না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

বাস্তুচ্যুত লোকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আর্ন্তজাতিক মহলের চাপ নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা।

ভিডিও: 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি