ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বাজেটের পরদিনই বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ (ভিডিও)

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২ জুন ২০২৩ | আপডেট: ১২:৩৯, ২ জুন ২০২৩

বাজেটের পরদিনই বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। আগের বাড়তি দামেই আছে আদা, রসুন, আলুসহ সব ধরনের সবজি এবং মাছ-মাংস। নিত্যপণ্যের লাগামছাড়া দামে অস্বস্তি বাড়ছে ক্রেতাদের। বরাবরের মতোই সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। 

বাজেট ঘোষণার পরদিন আরেক দফা বাড়লো পেঁয়াজের দাম। পাইকারি বাজারেই কেজিতে বিক্রি হচ্ছে ৭৮ টাকা। দোকানে দোকানে ঘুরেও মিলছে না চায়না আদা, দেশি আদার দামও চড়া। কেজিপ্রতি ৩শ’ টাকারও বেশিতে ঠেকেছে বার্মিজ আদা। রসুনও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।

খুচরা বিক্রেতারা জানান, পেঁয়াজের দাম আবার বেড়েছে, এখন পাইকারিতেই ৭৮ টাকা ধরে বিক্রি হচ্ছে প্রতিকেজি। এর আগের দিন ৭৫ টাকা ছিল। দাম বেশি এ জন্য মাত্র ১০ কেজি এনেছি। রসুনে আগের চেয়ে ৩০ টাকা বেড়েছে। ১৩০ টাকায়  কিনে আমরা ১৫০ টাকায় বিক্রি করছি। আদারও দাম বাড়তি, চায়না আদা তো বাজারে নাই, দেশি ও বার্মার আদা আছে কিন্তু এগুলোর দাম বেশি, ৩শ’র উপরেই পাইকারী।

বাজারে সবজির অভাব নেই। কিন্তু কেজিপ্রতি ৭০-৮০ টাকার নিচে মিলছে না কোনোটিই। 

গত কয়েক সপ্তাহ ধরেই সব ধরনের মাছের বাজার চড়া। এক কেজি ওজনের সাগরের ইলিশ বিক্রি হচ্ছে ১৭শ’ টাকায়। 

নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মাথায় হাত। আয়-ব্যয়ের হিসাব মেলানো দুঃসাধ্য। 

ক্রেতারা জানান, স্বাভাবিকভাবেই বাজার বাড়তি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যে যেভাবে পারছে মানুষকে জিম্মি করে তারা নিজেদের মতো করে মূল্য নির্ধারণ করছে। যাদের আয়-রোজগার ভালো তারা মোটামুটি চলতে পারছে, যাদের লিমিটেড ইনকাম তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে।

সব ধরনের মাংসের দাম কমার লক্ষণই নেই। মুরগির মধ্যে পাকিস্তানি কক সাড়ে তিনশ’ ও ব্রয়লার ২২০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৮শ’ টাকা কেজি। 

বিক্রেতারা জানান, পাকিস্তানি ৩৫০, ব্রয়লার ২২০ ও লেয়ার ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

মাত্রাতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি