ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলুন স্পা উপযোগী!

প্রকাশিত : ১২:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২

হাজার হাজার টাকা খরচ করে বিউটি পার্লারে গিয়ে স্পা করান! কিন্তু খুব সহজে বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলতে পারেন স্পা উপযোগী। চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন?রইল টিপস।

> প্রথমেই বদলে ফেলুন বাথরুমের রং। রং হিসেবে বাছুন হালকা নীল কিংবা হালকা গোলাপি। নরম আলো ব্যবহার করুন। ইচ্ছে করলে, মোমাবাতি ব্যবহার করতে পারেন। আপনার বাড়ির বাথরুমে যদি জায়গা থাকে, তাহলে বাথটাব ব্যবহার করতে পারেন। আজকাল নানা আকারের বাথটাব পাওয়া যায়। পছন্দমতো বেছে নিতে পারেন বাথটাবের আকার।

> বাথরুমে ইন্ডোর প্ল্যান্ট রাখুন। ছোট ছোট টবে গাছ রাখলে, বাথরুমে একটা ফ্রেশ ফিল আসবে। রাখুন অ্যালোভেরা গাছ। একটি কাচের বাটিতে পানি রেখে তারমধ্যে নানারকম ফুল ভাসিয়ে দিন।

> বাথরুমে তোয়ালে বাছুন হালকা রঙের। সাদা হলে সবচেয়ে ভালো। রাখুন, তিন রকমের তোয়ালে। ছোট, মাঝারি ও বড় মাপের।

> বাথরুমে স্পা লুক দিতে অবশ্যই বদলে ফেলুন আয়না। এক্ষেত্রে বেছে নিন গোলাকার আয়না। দেখবেন বাথরুমের পুরো লুক বদলে যাবে।

> বাথরুমে এমন স্টোরেজ রাখুন, যাতে প্রচুর ক্যাবিনেট ও ড্রয়ার থাকে। ড্রয়ারগুলিতে মেকআপের জিনিসপত্র ও অন্যান্য অপরিহার্য জিনিস রাখতে পারেন।

> স্পার ক্ষেত্রে বেছে নিন ভেষজ জিনিসপত্র। তালিকায় রাখুন অ্যালোভেরা, হলুদ, নিম। বাথটাবের উষ্ণপানিতে গোলাপ পাতা ছড়িয়ে দিন। এতে ফ্রেশ ফিল হবে। ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে পারেন। বাজারে ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকারও পাওয়া যায়। সেরকম একটা কিনে নিতেই পারেন। গোসলের সময় হালকা গান চালিয়ে দিন। মন ভালো থাকবে।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি