ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাড্ডায় ঘরে আগুন লেগে মায়ের মৃত্যু, দুই শিশু দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর বাড্ডা এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এক নারী; দগ্ধ হয়েছে তার দুই শিশু সন্তান। রোববার ভোররাতে বৈঠাখালী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতের নাম ইয়াসমিন (৩৮)। তার সন্তান আমানুল্লাহ (১১)ও সানজিদাকে (৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমানুল্লাহর শরীরের ৩০ ভাগ এবং সানজিদার দেহের ২৮ ভাগ পুড়ে গেছে।


ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জীবন মিয়া গণমাধ্যমকে বলেন, টিনশেড ওই ঘরে আসবাবের কারখানা ছিল, পাশাপাশি লোকজনও থাকতেন।


ওসি ওয়াজেদ জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ইয়াসমিন ও তার দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল ইয়াসমিনের। হাসপাতালে আনার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত নয়। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি