বাড্ডায় ‘ধর্ষণের পর’ শিশু হত্যা
প্রকাশিত : ১৫:৫৭, ৩১ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৩, ১ আগস্ট ২০১৭
রাজধানীর বাড্ডায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বাড্ডা থানা সূত্র জানায়, রোববার রাতে আদর্শনগর এলাকার একটি টিনশেড ঘরের পাশে টয়লেট থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তিন বছর বয়সী শিশুটির বাবা পেশায় একজন গাড়ি চালক। এ ঘটনায় জড়িত সন্দেহে তাদের প্রতিবেশী মো. শীপনকে পুলিশ গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আর/ডব্লিউএন
আরও পড়ুন