বাণিজ্য মেলায় ১ হাজার টাকায় ব্লেজার
প্রকাশিত : ১৯:৩৫, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৮
আখেরি অফারে সুলভ মূল্যে স্যুট, কোট, ব্লেজার মিলছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলার প্রথম দিকে যে ব্লেজারের দাম ছিল ১৬শ থেকে ২ হাজার টাকা। এখন তা মিলছে ১২শ’ থেকে ১৪’শ টাকায়। মেলার শেষে দিনে এ মূল্য আরো কমে ১ হাজার টাকায় আসবে বলে বিক্রেতারা জানান।
আজ শুক্রবার মেলার ৩৩তম দিনে দেখা যায়, মেলায় বিভিন্ন ফ্যাশন হাউজের কোট-ব্লেজারের দাম হাতের নাগালে থাকায় সব বয়সী মানুষ ভিড় জমাচ্ছে এসব স্টলে। মেলায় চলছে কোট-ব্লেজার বিক্রেতাদের হাঁক-ডাক। ক্রেতাদের আকৃষ্ট করতে কেউ দিচ্ছেন মূল্যছাড়, আবার কেউ কেউ দিচ্ছেন আখেরি, গোল্ডেন ও বাম্পার অফার।
মেলায় পছন্দসই যেকোনো স্যুট, কোট, ব্লেজার পাওয়া যাচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে। অর্ধশতাধিক স্টল নানা রঙ ও সাইজের এসব কোট-ব্লেজারের পসরা সাজিয়েছে। মনকাড়া রঙ আর ডিজাইনের সঙ্গে নিজের সাইজটি মিলিয়ে নিতে ব্যস্ত ক্রেতারা। এসব দোকানে ব্লেজারের পাশাপাশি স্যুট, মুজিব কোট, মোদি কোটসহ প্রয়োজনীয় জিনিস ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
মেলায় ব্লেজার কিনতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের তিন শিক্ষার্থী মেহেদি, মিশুক ও জুই। কথা হয় তিন বন্ধুর সঙ্গে। তারা একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, আমরা তিনটি ব্লেজার কিনেছি। প্রতিটি ব্লেজার ১৪শ’ টাকা করে নিয়েছে। দাম বাজারের তুলনায় একটু কম বলে কিনে ফেল্লাম। মেলার প্রথম দিকে একবার এসেছিলাম, তখন এ ব্লেজার ১৮শ’ টাকা চাওয়া হচ্ছিল। এখন প্রতিটিতে ৪শ’ টাকা করে কমে গেছে।
মেলায় এম/এসএইচ এমটি ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী রহমান বলেন, মেলার সময় চারদিন বাড়ানোর কারণে আমাদের বেচা-কেনা পুশিয়ে গেছে। এ সময় বৃদ্ধির জন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই। আজ মেলার বর্ধিত সময়ের শেষ ছুটির দিন হওয়ায় ভীড় একটু বেশি। আর এ ভীড়ের কারণে আমাদের বেচাকেনাও বেড়েছে। আমরা আগের চেয়ে দামও ২শ’ থেকে ৪শ’ টাকা কমিয়ে দিয়েছি। শেষ দিনে আরও দাম কমিয়ে ১ হাজার টাকায় ছেড়ে দেব।
মেলায় দেশ কালেকশন এর স্বত্ত্বাধিকারী বাবুল হোসেন বলেন, মেলায় এবার বেচাকেনা সন্তোষজনক। এখন আখেরি ছাড়ে আমরা পণ্য বিক্রি করছি। যেটার দাম ১৪শ’ টাকা। ক্রেতা বেশি দরকষাকষি করলে এটা ১২শ’ টাকায়ও ছেড়ে দিচ্ছি। শেষ দিনে এটা ১ হাজার টাকায়ও ছেড়ে দিব। কারণ তখন লাভ দেখবো না। আসল পেলেই ছেড়ে দেব।
আরকে/টিকে
আরও পড়ুন