ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাদ পড়া নিয়ে চিন্তিত নই: সৌম্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ২ মে ২০১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে ক’দিন আগেই বাদ পড়েছেন সৌম্য সরকার। কিন্তু এ নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের সাথে আলপাক কালে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, চুক্তি থেকে বাদ পড়ছি ওই রকম কোনো কিছু চিন্তা করি না। ওইটা তো আমার হাতে না। তাদের যদি ইচ্ছা হয়, আমি ভালো খেললে তারা নেবে। ওটা আমার হাতে নাই। তাই ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভও নাই।

সৌম্য সরকার আরোও বলেন, আমার মনে হয় আমি কতটুকু দিতে পারব, আমি কোথায় ঠিক আছি, কোথায় কী ভুল হচ্ছে, সেটাই আমার দেখার বিষয়।

স্কিল নিয়ে বেশি মনোযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার যেখানে যেখানে ঘাটতি আছে, স্যাররা যেগুলো বলছেন, সেগুলো নিয়ে বেশি কাজ করছি। তা ছাড়া স্কিল নিয়ে একটু বেশি মনোযোগ দিচ্ছি।

চুক্তি থেকে বাদ যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমার কাছে মনে হয় ভালো হয়েছে, খারাপটা তাড়াতাড়ি আসছে। আমি এখান থেকে যদি রিকভার করতে পারি, তাহলে আমার জন্য তা ভালো হবে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি