বাদ পড়েছেন ক্যামেরুনের গোল রক্ষক ওনানা
প্রকাশিত : ১৬:৩০, ২৮ নভেম্বর ২০২২
সার্বিয়ার বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েছেন ক্যামেরুনের গোল রক্ষক আন্দ্রে ওনানা। আজ সোমবার বিকেলে আল-জানুব স্টেডিয়ামে জি গ্রুপের গুরুত্বপুর্ন ম্যাচের আগে একাদশ থেকে তাকে বাদ দেয়া হয়েছে।
ফুটবল ফেডারেশনের একটি সুত্র এএফপিকে বলেছেন, শৃঙ্খলা জনীত কারণে ইন্টার মিলানের এই গোল রক্ষককে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে একাদশভুক্ত হন সৌদি আরবের ক্লাব আবহার খেলোয়াড় ডেভিস এপাসি।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে খেলেছিলেন দেশের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৬ বছর বয়সি ওনানা।
গত বছর ডোপিংয়ের কারণে ৯ মাসের জন্য নিষিদ্ধ হওয়া এই গোল রক্ষক আয়াক্স ছাড়ার পর গত গ্রীষ্মে ফ্রি এজেন্টে যোগ দেন সিরি এ লীগের ক্লাব ইন্টার মিলানে।
এসবি/