ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পেশায় যাচ্ছে শিশুরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১২ জুন ২০১৮ | আপডেট: ১০:১৭, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পিরোজপুরের ছেলে রাফি। ১০ বছরের এই শিশু ধরেছে সংসারের হাল। বাধ্য হয়ে জড়িয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ পেশায়।

বাংলাদেশে রাফির মতো শ্রমজীবী শিশুর সংখ্যা সাড়ে ৩৪ লাখ; আইএলও’র হিসেবে বিশ্বে প্রায় ১৬ কোটি ৮০ লাখ শিশু কোনও না কোনও শ্রমে জড়িত।

বাবা মায়ের সুখের সংসারে জন্ম নিলেও পরে, বাবা অন্যত্র বিয়ে করায় সংসারের দায়িত্ব নিতে হয়েছে রাফিকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হিসেবে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়েছে শিশু বয়সেই।

শুধু একা রাফি নয়, তার মতো অসংখ্য শিশুকে জীবিকার তাগিদে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। আর এদের বেশিরভাগই যুক্ত হচ্ছে নানা ঝুঁকিপূর্ণ পেশায়।

শিশুর জীবন ও পরিবেশ আনন্দ মুখর করতে সরকারের পাশাপাশি সবার আন্তরিক হওয়া প্রয়োজন বলে মনে করেন পিরোজপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন।

শিশুদের সঠিকভাবে বেড়ে উঠতে ও ঝুঁকিপূর্ণ শ্রম এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার এমনই প্রত্যাশা সবার।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি