ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাধ্যতামূলক ছুটিতে ডব্লিউএইচও’র এশিয়া পরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা এশিয়া অঞ্চলের পরিচালক ড. তাকেশি কাসাইকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কর্মীদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সংস্থাটির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাপানি বংশোদ্ভূত এ ফিজিশিয়ান ১৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ছিলেন। দুটি সূত্র জানিয়েছে, তাকেশির বিরুদ্ধে সংস্থাটির একাধিক কর্মীর অভিযোগের বিষয়ে চলমান তদন্তের কারণেই ছুটিতে পাঠানো হয়েছে তাকে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তাকেশি কাসাইয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত জানুয়ারিতে বার্তা সংস্থা এপি জানিয়েছিল, ডব্লিউএইচও’র এ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে বর্ণবাদী ভাষা ব্যবহার এবং জাপানকে টিকা সংক্রান্ত গোপন তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেন তাকেশি। তিনি এর আগে ‘কর্মীদের প্রতি কঠোর’ হওয়ার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেছিলেন।

তাকেশির জায়গায় ডব্লিউএইচও’র এশিয়া পরিচালক হিসেবে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে সুজসান্না জাকাবকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি