ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বানান শুদ্ধিকরণে কাকতাড়ুয়ার উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দোকান, সাইনবোর্ড, অফিস কিংবা যানবাহনে প্রতিদিনই অসংখ্য ভুল বাংলা বানান চোখে পড়ে। বিষয়টি পীড়া দেয় সিলেটের বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে। হাতে বাংলা অভিধান আর রং তুলি নিয়ে গত পাঁচ বছর এসব ভুল বানান শুদ্ধিকরণ অভিযান চালাচ্ছেন তারা।

ভাষার প্রতি ভালোবাসা আর জনসচেতনতা বাড়াতে ২০১৩ সালে কাকতাড়ুয়া নামক সংগঠন গড়ে বানান শুদ্ধিকরণ অভিযান শুরু করেন তারা। প্রতি মাসে একদিন নগরীর বিভিন্ন এলাকার দোকান, সাইনবোর্ডের বানান শুদ্ধ করেন। এমনো কাজের ফলস্বরূপ কাকতাড়ুয়া সংগঠনটি পেয়েছে জয়বাংলা ইয়ূথ পুরস্কার।

কাকতাড়ুয়ার সভাপতি খলিলুর রহমান ফয়সাল বলেন, এ বানান শুদ্ধিকরণ অভিযান পর্যায়ক্রমে রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে চালুর উদ্যোগ নেওয়া হবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি