বানিয়ারচর গীর্জা ট্র্যাজেডি দিবস আজ (ভিডিও)
প্রকাশিত : ১২:০৬, ৩ জুন ২০১৮ | আপডেট: ১২:২৭, ৩ জুন ২০১৮
গোপালগঞ্জে বানিয়ারচর গীর্জা ট্র্যাজেডি দিবস আজ। বোমা হামলায় খ্রিস্টান সম্প্রদায়ের ১০ জন নিহত এবং অর্ধশত ব্যক্তি আহত হলেও দেড় যুগে শেষ হয়নি বিচারকাজ। মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে ২২ বার; এখন পর্যন্ত গঠন করা হয়নি অভিযোগ। এতে ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গীর্জায় সাপ্তাহিক প্রাথর্নার সময় ২০০১ সালের এই দিনে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। এতে নিহত হয় ১০ জন। আহত হয় অর্ধশতাধিক মানুষ।
হত্যাকান্ডের ঘটনায় দু’টি মামলা হয়। অন্য মামলায় মূল আসামী জঙ্গি মুফতি হান্নানের ফাঁসি হলেও, বাকি আসামীর ১২ জন উচ্চ আদালত থেকে জামিনে, ৬ জন পলাতক এবং ৭ জন কারাগারে রয়েছে। এ’ পর্যন্ত ২২ বার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হলেও, দেয়া হয়নি চার্জশিট।
এতো বছরেও বিচারকাজ শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। ঘটনার বিভীষিকায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কেউ কেউ।
আইনজীবীরা বলছেন, অভিযোগ গঠন হলে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে।
বানিয়ারচর গীর্জায় বোমা হামলার ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী।
আরও পড়ুন