ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২৪ জানুয়ারি ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই বাংলাদেশি যুবক। 

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে আলী হোসেন (৩৪) ও লেমুতলী এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলমের ছেলে আরিফ উল্লাহ (২৮)।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত দুজনই মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। ভোর সাড়ে ৬টার দিকে ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্যদিকে সকাল ১০টার দিকে ৪৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় আরেকটি স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন আরিফ উল্লাহ। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো পাওয়া যায়নি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি