বান্দরবানে তিন দিনের টানা বর্ষণে বন্যা
প্রকাশিত : ১৬:২৩, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:২৩, ৫ জুলাই ২০১৬
বান্দরবানে তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে গেছে। বিভিন্ন ঝিরি ও ছড়া দিয়ে পানি ঢুকে শহরের আর্মিপাড়া, ইসলামপুরসহ কয়েকটি এলাকা ডুবে গেছে। নি¤œাঞ্চলের প্রায় ২হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বান্দরবান বালাঘাটার পুলপাড়া এলাকার একটি ব্রীজ পানির নিচে ডুবে যাওয়ায় বান্দরবান-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঝুুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
আরও পড়ুন