ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

বান্দরবানে বরাদ্দ ৫০ টন খাদ্যশস্যসহ ৯০হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৮, ১ জুন ২০১৭

এদিকে, ঘূর্ণিঝড়ে বান্দরবানে ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ টন খাদ্যশস্য ও ৯০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাংবাদিকদের জানান, জেলার বেশি ক্ষতিগ্রস্ত নাইক্ষ্যংছড়ি, লামা ও আলিকদমে ১০ টন এবং ৩০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। আর সদর, রুমা, থানচি ও রোয়াংছড়িতে ৫ টন করে খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ খাদ্যশস্য ও নগদ অর্থ ২ জুন নাইক্ষ্যংছড়ি এবং ৩ জুন লামা ও আলিকদমে বিতরণ করা হতে পারে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি