ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বান্দরবানে সিএনজি-মাহিন্দ্র মালিক সমিতির মানববন্ধন

প্রকাশিত : ১৮:৩৭, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ২৩ আগস্ট ২০১৬

পাহাড়ের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে সিএনজি-মাহিন্দ্র মালিক সমিতি। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সিএনজি ড্রাইভারের উপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত বান্দরবানের সব রুটে সিএনজি ও মাহেন্দ্র চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুরে উজি-হেডম্যান পাড়ায় যাওয়ার সময় এক সিএনজি চালককে মারধর করে সিএনজি অটোরিকশা আটকে রাখে সন্ত্রাসীরা। এ ঘটনায় বান্দরবান থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০জনকে আসামী করে মামলা করেছে সিএনজি-মাহেন্দ্র সমিতি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি