ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবর-আফ্রিদিকে সরিয়ে শীর্ষে গিল-সিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও পেসার শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটার-বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতের ওপেনার শুভমান গিল ও পেসার মোহাম্মদ সিরাজ। গিল প্রথমবারের মত শীর্ষে উঠলেও, সিংহাসন ফিরে পেয়েছেন সিরাজ।

বুধবার ওয়ানডে র‌্যাংকিং তালিকার সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল সপ্তাহেই গিলের সঙ্গে বাবরের রেটিং ব্যবধান ছিল মাত্র ২। সপ্তাহের চাকা ঘুড়তেই ৮৩০ রেটিং নিয়ে শীর্ষে উঠে গিল। ৮২৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন বাবর। গেল সপ্তাহে বিশ্বকাপে দুই ইনিংসে ৯২ ও ২৩ রানের ইনিংস খেলেন গিল। বাবর এক ইনিংস খেলার সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অনবদ্য ৬৬ রান করেছিলেন।

ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করলেন গিল। এর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি শীর্ষ স্থান দখল করেছিলেন।

তিন ধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠেছেন বিরাট কোহলি। তিনে আছেন বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

গেল সপ্তাহে দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে আবারও শীর্ষে উঠেছেন সিরাজ। ৭০৯ রেটিং তার। গত সপ্তাহে শীর্ষে থাকা আফ্রিদি নেমে গেছেন পাঁচ নম্বরে। ৬৯৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রান ও ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন সাকিব। এতে ১১ রেটিং বেড়েছে সাকিবের। ৩২৭ রেটিং নিয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষেই আছেন টাইগার দলনেতা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি