‘বাবা মনোনয়ন দেয় ছেলেকে, এটা কেমন রাজনীতি’
প্রকাশিত : ১২:৩৪, ২৮ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সকালে পত্রিকায় দেখলাম বাবা ছেলেকে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দিচ্ছে। আবার সেই ছেলে প্যারাডাইস কেলোঙ্কারিতে অভিযুক্ত। এটা কেমন রাজনীতি?
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি থেকে তাবিথ আউয়ালকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন তার বাবা ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বুধবার বকশীবাজারে অস্থায়ী আদালতে খালেদা জিয়ার হাজিরার দিনে সেখানে উপস্থিত আব্দুল আউয়াল মিন্টু বলেন, তাবিথ আউয়ালেরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনিই যোগ্য প্রার্থী।
এর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাবা ছেলেকে মনোনয়ন দেয়, এটা কেমন রাজনীতি। আওয়ামী লীগে এ রকম হাস্যকর কাজ সম্ভব নয়। আওয়ামীলীগ গণতান্ত্রিক কাঠামো মেনে চলে এবং শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারন সম্পাদক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন