বাবা-মার স্বপ্ন পূরণ করা হলো না রেবা ত্রিপুরার
প্রকাশিত : ১৮:০১, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ১৩ জুন ২০১৭
বাবা-মার স্বপ্ন পূরণ করা হলো না রেবা ত্রিপুরার। পাহাড় ধসে অকালেই ঝরে গেলো রেবার মতো কয়েকটি তাজা প্রাণ। পাহাড় ধসে বান্দরবানে ৪ শিশুসহ মৃত্যু হয়েছে ৭ জনের। পাহাড়ে পাহাড়ে চলছে শোকের মাতম।
রোয়াংছড়ি থেকে বান্দরবান সরকারি কলেজে পড়তে আসে রেবা ও তার তিন বন্ধু। শহরের বালাঘাটা এলাকায় মাহমুদ মিয়ার টিনের বাড়িতে কয়েক বন্ধুসহ ভাড়া থাকতেন তারা। প্রতি রাতেই নিয়ম করে পড়াশোনা করতেন তারা। গেলো রাতেও পড়ছিলেন সবাই। রাত তিনটার দিকে হঠাৎ ঘরের উপর ধসে পড়ে পাহাড়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেবার।
গুরুতর আহত হন বাকিরা। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাহাড় ধসে তাদের বাড়ির বেশিরভাগই মাটিচাপা পড়ে বলে জানায় রেবার বন্ধু প্রসেন।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম রোয়াংছড়ি থেকে রেবার পরিবারের কেউ আসতে পারেননি।
এদিকে লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধস কেড়ে নিয়েছে একই পরিবারের তিন শিশুর প্রাণ। এরা হলো শুভ, মিঠু ও লতা। তিন সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার।
কুহালং ইউনিয়নের পূর্ব ধোপাছড়ি এলাকার সম্বুনিয়া পাড়ায় পাহাড় ধসে শিশুসহ একই পরিবারের তিনজন মারা গেছে, আহত হয়েছে আরো দুইজন। নিহতরা হলেন, মংকাউ, মেম্রাউ ও তাদের শিশু সন্তান ক্যাসা।
এছাড়া জেলেপাড়ায় মাটি চাপা পড়েছে মা কামরুন্নাহার ও মেয়ে সুফিয়া। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
জেলার দুর্গম এলাকায় অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন।
আরও পড়ুন