ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাবা হচ্ছেন তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৯ জুন ২০১৮

বাংলাদেশের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ। বিয়ে করছেন মাত্র ৮ মাস অতিবাহিত হয়েছে ।ইতোমধ্যে তার ভক্তদের সুখবর দিলেন। তার নতুন সংসারে আর একজন অতিথির আগমণ হচ্ছে।

চিকিৎসকের বেধে দেয়া সময় অনুযায়ী অক্টোবরেই তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার কোলজুড়ে আসছে নতুন অতিথি।

বৃহস্পতিবার বাবা হতে যাওয়ার খবরটি জানিয়েছেন তাসকিন নিজেই। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাদের এতো তাড়াতাড়ি সুসংবাদ দিয়েছেন। মাত্র ৯ মাস চলছে আমাদের বিয়ে হয়েছে। এর মধ্যেই আমার স্ত্রী মা হতে চলেছেন। খবরটা শোনার পর আমার বাবা-মাও অনেক খুশি।’

উল্লেখ্য গেল বছরের অক্টোবরে দ. আফ্রিকা সিরিজ শেষ করে দেশে ফিরে সৈয়দ রাবেয়া নাইমা আহমদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তাসকিন।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি