বাবার গান গেয়ে কাঁদালেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার
প্রকাশিত : ০০:১০, ২ ডিসেম্বর ২০১৮
জনপ্রিয় ব্যান্ড এলআরবির প্রাণ পুরুষ আইয়ুব বাচ্চু। তিনি সদ্য প্রয়াত। তিনি লাখ- কোটি ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে ওপারে চলে গেছেন। কিন্তু একটি মঞ্চে তিনি প্রায় দাঁড়াতেন। আজও সেখানটা ফাঁকা রাখা হয়েছে। একদম মাঝের সেই জায়গাটায় রাখা হয়েছে তাঁর ব্যবহার করা গিটার আর মাইক্রোফোন। বাম পাশে দাঁড়িয়েছেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আর ডান পাশে বরাবরের মতো গিটার হাতে মাসুদ।
আজ তাঁর ছেলে গাইছে বাবার গান, ‘উড়াল দেব আকাশে’। কিন্তু কোনো আনন্দ নেই তাঁর মনে, তাঁর চোখ ভেজা। কণ্ঠ জড়িয়ে আসছে বারবার। মঞ্চের বাইরে যাঁরা দাঁড়িয়েছিলেন, তাঁকে দেখে তাঁদের অনেকেরই চোখ ভিজে যায়। দৃশ্যটি দেখা গেছে ৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮ - এর মঞ্চে।
আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হলো ৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দন পার্ক। উৎসবটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে।
আজ সকালে ৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দন পার্ক’ উদ্বোধন করেছেন আইয়ুব বাচ্চুর বন্ধুরা। যেহেতু আজ বিজয়ের মাসের প্রথম দিন। তাই সঙ্গে আরও ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কয়েকজন কণ্ঠযোদ্ধা। ছিলেন ফয়সাল সিদ্দিকী বগি, ফোয়াদ নাসের বাবু, হায়দার হোসেন, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, রুমী, শহীদ মাহমুদ জঙ্গী, মামুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে বন্ধুকে স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আইয়ুব বাচ্চুর সঙ্গে আমার সম্পর্কটা অনেক দিনের। একটি মানুষ যাত্রাতেও গান করেছেন। তাঁর মানবিক এবং সম্মোহনী শক্তি ছিল। তাঁর একাগ্রতা ও দায়িত্ববোধ ছিল। খুব পরিশ্রমী ছিলেন। ঘুম ছাড়া বাকি পুরো সময়টাতেই তাঁকে গিটার নিয়ে প্র্যাকটিস করতে দেখেছি।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আইয়ুব বাচ্চু তাঁর সুর ও কাজের মাঝে বেঁচে থাকবেন।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আজ ব্যান্ড ফেস্টে সবাই আছেন, শুধু একজন নেই। ইংরেজি দুটি অক্ষরে তাঁর পরিচয়। এবি। পেছনে তাঁর সাদাকালো ছবি, সামনে গিটার। তিনি বলেছিলেন ব্যান্ডের জন্য একটি দিন দরকার। আজ ব্যান্ডের সবাই উপস্থিত। কেউ তাঁকে ভোলেনি। এই ব্যান্ড ফেস্ট হোক সংগীতের শক্তি।’
আজ এই উৎসবে অংশ নেওয়া সব কটি ব্যান্ড নিজেদের গানের পাশাপাশি গেয়েছে আইয়ুব বাচ্চুর গান। দলছুটের বাপ্পা মজুমদার মঞ্চে আসেন মানাম আহমেদকে নিয়ে।
৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দন পার্ক’ আয়োজনে অংশ নিয়েছে ১৭টি ব্যান্ড। ছিল উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, ফিডব্যাক, জলের গান, আর্টসেল, উচ্চারণ, সমীকরণ, দলছুট, এলআরবি। উৎসব উদ্বোধন করা হয় সকাল সাড়ে ১০টায়। বিকেল ৫টা পর্যন্ত মঞ্চে ছিল শুধু গান আর গান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। আয়োজনটির পরিচালক অনন্যা রুমা। উপস্থাপনা করেছেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী।