ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

বাম জোটের আধাবেলা হরতাল চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল চলছে।

সারাদেশে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ হরতাল। 

হরতালে সমর্থনে সকালে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেয়। 

এদিকে হরতালের সমর্থনে রাজধানীতে নেতাকর্মীদের কোন পিকেটিং চোখে পড়েনি। তবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বাম জোটের ছাত্ররা। 

স্বাভাবিকভাবে চলছে গণপরিবহন ও সাধারণ মানুষের যাতায়াত। সকাল থেকে কোন ধরনের বিশৃঙ্খলার খবরও পাওয়া যায়নি। 

গত ১১ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে আধাবেলা হরতালের ডাক দেন বাম দলের নেতারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি