ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘বারবার উন্নতির কথা বলতে ভালো লাগে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ২৭ অক্টোবর ২০২২

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ক্যারিয়ারজুড়েই বলে এসেছেন আরও উন্নতি করতে হবে, উন্নতির শেষ নেই। এটা সত্যও বটে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়ক সাকিব আল হাসান অনেকবার বলেছেন, বিভিন্ন বিভাগে দল হিসেবে উন্নতি করার বিষয়টি।

বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার পর সাকিব বলছেন, এত বারবার উন্নতির কথা বলতে ভালো লাগে না। তবে এই দলটা আরও ভালো খেলার সামর্থ্য রাখে এমনই বিশ্বাস বাঁহাতি এ অলরাউন্ডারের।

রান তাড়া করতে নেমে দারুণ শুরুর পর ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের অনেক ভালো একটা শুরু ছিল। প্রথম দুই ওভারে আমরা যেমন শুরু করেছি, সবাই দুই ওভার দেখার পর ভেবেছে কিছু একটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই জায়গাগুলোতে উন্নতির দিক অনেক বেশি, এখানে উন্নতি করতে হবে। যদিও বারবার উন্নতির কথা বলতেও আমার এত বেশি ভালো লাগে না। টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন। আমি আশা করি এই দল আরও ভালো পারফর্ম করতে ক্ষমতা রাখে।’

ব্যাটিংয়ে সবার ব্যর্থ হওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘কারণ বের করতে গেলে অনেক কারণই আসে। এমন না যে আগে আমরা বড় রান করিনি বা করার কোনও সুযোগ নেই। বিশেষত অস্ট্রেলিয়াতে, আজকে সিডনির উইকেটটা খুব ভালো ছিল। আমরা আরও অনেক ভালো ব্যাটিং করতে পারতাম। যেটা আগেই বলেছি, ব্যক্তিগতভাবে আমি হতাশ। এখানে ভালো ব্যাটিং ডিসপ্লে করার কথা ছিল। বলছি না যে, ২০০ রান তাড়া করে ফেলতাম।’

এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে আজ ১০৪ রানে হেরে সিডনি থেকে বিদায় নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে টাইগাররা। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি