বারী সিদ্দিকী লাইফ সাপোর্টে
প্রকাশিত : ১২:৫৭, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৪৩, ১৮ নভেম্বর ২০১৭
জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিকী গুরুতর অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন।
শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তিনি অচেতন ছিলেন। ওই সময় তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, ‘বছর দুয়েক যাবৎ বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালাইসিস করছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরে যান তিনি। সেখান থেকে রাত ১০টা নাগাদ বাসায় ফেরেন। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।’
তিনি আরও বলেন, ‘বাবার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। চিকিৎসকেরা কোনো আশার কথা বলতে পারছেন না।‘
তিনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এসএ/