ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদ, সম্পাদক সূর্য কান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১২ মে ২০২৩

Ekushey Television Ltd.

জার্মান আওয়ামী লীগের বার্লিন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বার্লিন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি। সঞ্চালনা করেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন খলিলুর রহমান, রানা ভুঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, কাজী আকরাম, ওয়াদুত মিয়া, বেলাল হোসেন, শেখ রেদোয়ান, লিখন খান, নুরুল হক, শেখ শাহ আলম, প্লাবন ভুঁইয়া, মোহাম্মদ বেলাল প্রমুখ।

সম্মলনে বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রধান অতিথির বক্তব্য মিজানুর হক খান বলেন, এ সম্মলনের মাধ্যমে সংগঠনের সৎ, আদর্শিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় পদে আসীন হবে। পাশাপাশি বিএনপি-জামাত চক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চালাচ্ছে তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সূর্য কান্ত ঘোষের নাম ঘোষণা করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি