বার্সা-পিএসজি নাকি প্রত্যাবর্তন ডর্টমুন্ড, অ্যাস্টন ভিলার
প্রকাশিত : ১৬:৩৭, ১৫ এপ্রিল ২০২৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ আজ। এদিন মাঠে নামবে চারটি দল, বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড এবং অন্য ম্যাচে মাঠে নামবে লিগ ওয়ান জয়ী পিএসজি ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টোন ভিলা। এরই মধ্যে ঘরের মাঠে বার্সা ৪-০ গোলে এবং পিএসজি ৩-১ গালে এগিয়ে থেকে েসমিতে এক পা িদয়ে রেখেছে। তবে ফুটবল এমন একটি খেলা যা শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই বলা যায় না। আর অ্যাওয়ে ম্যাচে হারা দুই ক্লাবই ঘরের মাঠে নিজেদের শেষ শক্তি দিয়ে চেষ্টা করবে ঘুরে দাঁড়ানোর জন্য। ফলে এই চার দলের কে যাবে সেমিতে তা নির্ধারণ হবে আজ রাতেই।
প্রথম লেগে অলিম্পিক স্টেডিয়ামে ৪-০ গোলে ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছিল বার্সা। এমন হারের পর ডর্টমুন্ডের সেমিতে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে সেই রাতেই। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্সাকে ৫ গোলের ব্যবধানে হারাতে হবে ডর্টমুন্ডকে। দুর্দান্ত ফর্মে থাকা বার্সা এত বড় ব্যবধানে হারবে, এটা এই মুহূর্তে মোটামুটি অবিশ্বাস্য এক ব্যাপার।
তবে, নিজেদের মাঠে বার্সার বিপক্ষে ম্যাচের আগে ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ বলছেন, মিরাকলের আশাতেই খেলতে নামবেন তারা। তিনি বলেন, আমরা জানি পরিস্থিতিটা আসলে কী। প্রথম লেগের চেয়ে ভিন্ন এক ম্যাচ আমরা দেখতে চাই। ফুটবলে অলৌকিক অনেক কিছুই ঘটে। বার্সা এই বছরে এখনো কোনো ম্যাচে হারেই। কাজটা কঠিন মনে হলেও আমরা অবিশ্বাস্য কিছু করে দেখানোর ব্যাপারে আশাবাদী।
তবে দারুণ ফর্মে বার্সেলোনা। চলতি বছর একটি ম্যাচও হারেননি ফ্লিকের দল। চলতি বছর কাতালান ক্লাবটি ২০টি ম্যাচ জিতেছে, ড্র করেছে ৪টি। দূদার্ন্ত ফর্মে আছে পেদ্রি, লামিন ইয়ামাল, রাফিনিয়া ও লেভান্ডভস্কিরা। ফলে কাজটা মোটেই সহজ হবে না।
অন্যদিকে, প্রথম লেগে ৩-১ গোলে হেরেও ফ্রান্সে পিএসজির ওই ম্যাচের মতো ভিলা পার্কে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখতে চান ভিলা কোচ উনাই এমেরি। তবে, পিএসজিকে বিদায় করতে হলে ফরাসি চ্যাম্পিয়নদের আজ ফিরতি লেগে তিন গোলের ব্যবধানে হারাতে হবে ভিলাকে। উসমান দেম্বেলে–খিচা কাভারাস্কেইয়া–মার্কিনিওসরা যে ছন্দে আছেন, তাতে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে ফেলা আপাতত অসম্ভব ভাবা হচ্ছে। কিন্তু ওই যে কথায় আছে না ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।’ উনাই এমেরির মধ্যে সেই বিশ্বাসটাই জন্মেছে। এ কারণেই সব পরিসংখ্যান তাঁর কাছে অগ্রাহ্য। অ্যাস্টন ভিলার এই স্প্যানিশ কোচ মনে করেন, নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে চমকে দেওয়ার সামর্থ্য তাঁর দলের আছে।
ভিলা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের খেলা হবে শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। একই সময়ে সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও ডর্টমুন্ড।
এমবি//