ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বার্সার জয়, রিয়ালের ড্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫৫, ১৯ নভেম্বর ২০১৭

চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। জিরোনা ও রিয়াল বেতিসের মত দলের কাছে হেরেছে। গতকাল অবশ্য হারতে হয়নি রোনালদোদের। স্বাগতিক অ্যাথলেটিকো মাদ্রিদের সংঙ্গে গোলশুন্য ড্র করেছে রিয়াল। এদিকে দিনের অন্য ম্যাচে স্বাগতিক লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফলে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে মেসি-সুয়ারেজরা।

অ্যাথলেটিকো মাদ্রিদের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পায় স্বাগতিকরা। তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফরোয়ার্ড কুরিয়া।

ম্যাচের ৩১ মিনিটে রিয়ালের হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন টনি ক্রুস। তবে রোনালদোর বাড়ানো বল পাশের জালে জড়ান জার্মান তারকা। চার মিনিট পর রোনালদোর ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক ইয়ান ওবলাক।

দ্বিতীয়ার্ধেরও গোলের দেখা পায়নি রিয়াল। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে প্রায় গোল খেয়েই বসেছিল রোনালদোরা। কেভিন গ্যামিরোর চিপ শটে বল কিকো কাসিয়ার মাথার উপর দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিল। একেবারে শেষ মুহূর্তে হেড করে ফেরান ভারানে। বাকি সময়েও
আর কোনো গোল হয়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে জিদানের শীষ্যরা।

দিনের অপর ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে স্বাগতিক লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। অপর গোলটি করেন ব্রাজিল তারকা পউলিনহো। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। আর ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়া।

 

সূত্র : গোলডটকম, লাইভস্কোর

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি