ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বার্সার বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:১২, ১৮ ডিসেম্বর ২০১৭

লা লিগায় বড় জয় পেয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল মেসিরা। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ ও পাউলিনহো।

ম্যাচের ২৯ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সালোনা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলীয় তারকা পাউলিনহো। বিরতির পরপরই আবারও গোল করেন সুয়ারেজ। কিন্তু ৭০ মিনিটে পেনাল্টি মিস করেন মেসি। ম্যাচের ৭৫ মিনিটে পাউলিনহো আবারও গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ভালভার্দের দল। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বার্সা। ১৬ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতালানরা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

 

সূত্র : লাইভস্কোর

/এমআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি