ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৩৮, ৬ জানুয়ারি ২০১৮

কাতালোনিয়ারা স্বধীনতা লাভ করলে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। স্পেনের গণমাধ্য প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে- কাতালানদের স্বাধীনতা লাভের ফলে বার্সেলোনা যদি আর ইউরোপিয়ান ফুটবলের বড় টুর্নামেন্টে খেলতে না পারে তাহলে দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেসি।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী- বার্সেলোনা যত দিন ‘শীর্ষ পর্যায়ের ইউরোপিয়ান লীগ’ খেলবে ততদিন ক্লাবের হয়ে খেলবেন বলে গত নভেম্বরে চুক্তি করার সময় একটি ধারা অন্তর্ভুক্ত করেছেন মেসি।
বার্সেলোনা ক্লাবের একটি সুত্র জানায়, ‘গোপনীয়তার কারণেই ক্লাব কর্তৃপক্ষ কখনো খেলোয়াড়দের সঙ্গে চুক্তির বিষয়ে কোন মন্তব্য করে না।’
গত ১ অক্টোবর গণভোটের পর থেকেই কাতালোনিয়ানরা স্পেন থেকে স্বাধীন হতে চাইলে সমস্যা সৃষ্টি হয়। এখন পর্যন্ত যার কোন সমাধান হয়নি।
কাতালোনিয়ারা স্বাধীনতা পেলে মেসির মতো বার্সেলোনার তারকা অনেক খেলোয়াড়ই ক্লাব ছাড়বেন বলে ধারনা করা হচ্ছে।
সূত্র : বাসস
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি