ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

বার্সেলোনার পাশে রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২০ অক্টোবর ২০২৪ | আপডেট: ০৮:৫৮, ২০ অক্টোবর ২০২৪

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনার পাশে রিয়াল মাদ্রিদ। সিরি আতে লাজিওকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। 

আর ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান হারালো আর্সেনাল। বোর্নমাউথের কাছে ২-০ গোলে হেরে শীর্ষ স্থান থেকে তিনে নেমে গেছে আর্সেনাল।

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনার পাশে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট বার্সেলোনার। 

নিজেদের মাঠে সামান তালেই লড়েছে সেল্টা ভিগো। কিলিয়ান এমবাপের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা। বিরতির পর সুইডবার্গের গোলে ১-১ এ সমতা আনে সেল্টা ভিগো। 

কিন্তু ভিনিসিউয়াসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। 

এদিকে এসম্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাথলেটিকো বিলবাও।

ইতালিয়ান সিরি আতে গিলির একমাত্র আত্মঘাতি গোলে লাজিওকে হারিয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে সবার উপরে সাপোলি।

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে ২-০ গোলে হেরে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলের ১৮ পয়েন্ট নিয়ে সবার উপড়ে লিভারপুল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি