ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বার্সেলোনার বিদায়ে খুশি আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:০৭, ১২ এপ্রিল ২০১৮

টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে বার্সা। তবে এবারের হারকে বার্সেলোনার দর্শক ও সংশ্লিষ্টরা বড় দুঃখ হিসেব দেখছেন। সার্জিও বুসকেটস এ হারকে ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু বার্সার এমন দুঃখভরা দিনে আনন্দে ভাসছে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন পত্রিকা ওলেতে কলামিস্ট এনরিকে গ্যাস্তেনেগা আর্জেন্টিনার এ উল্লাসের কথা তুলে ধরেছেন, ‘এতে (বার্সার হার) সাম্পাওলির উদযাপন করা উচিত। এটা যৌক্তিক; চ্যাম্পিয়নস লিগ না খেলা অবস্থাতেই সেরা খেলোয়াড়কে চায় জাতীয় দল। শুনতে স্বার্থপরের মতো শোনাতে পারে, কিন্তু জাতীয় দলের ভালোর জন্যই মেসি বার্সেলোনার পক্ষে কত কম খেলে ততই ভালো। এতে ওর চোটের ঝুঁকি কমবে, রাশিয়ার প্রস্তুতিতেও বাধা থাকবে না কোনো।’

তাদের আনন্দের যুক্তিতে লিখেন, ২০ মে লা লিগায় বার্সেলোনার সর্বশেষ ম্যাচ। ফলে প্রায় এক মাসের মতো বিশ্রাম মিলবে মেসির। কিন্তু বার্সেলোনা যদি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারত, সে ক্ষেত্রে ৬ দিন পর কিয়েভে মাঠে থাকতেন মেসি। এমন চাপের একটি ম্যাচ খেলে আরও ক্লান্ত হয়ে পড়তেন আর্জেন্টিনার বিশ্বকাপের মূল ভরসা। কাল রোমার দুর্দান্ত প্রত্যাবর্তনে সে দুশ্চিন্তা দূর হয়েছে আর্জেন্টিনার।

দক্ষিণ আমেরিকান ফুটবল বিশেষজ্ঞ টিম ভিকেরির টুইটটে দেখা যায়, ‘আর্জেন্টিনার কোচের বাড়তি কিছু সাহায্য দরকার ছিল। আজ (গতকাল) রাতে উনি সেটা পেয়ে গেছেন। মেসি এবং আগুয়েরো বিশ্বকাপে একদম তাজা থাকবে।’

উল্লেখ্য যে, ১৬ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে দলের সেরা খেলোয়াড়দের সুস্থতা নিশ্চিত করতে চান আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি