ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বার্সেলোনার সঙ্গে পয়েন্ট কমালো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১১ নভেম্বর ২০২২

বিশ্বকাপ বিরতির আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে কাদিজকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই সুবাদে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল।

এদের মিলিতাওয়ের গোলে রিয়াল প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। পরে কাদিজের পক্ষে ব্যবধান কমানো গোলে করেন লুকাজ পেরেজ। রিয়ালের পূর্ণ পয়েন্ট পেতে অবশ্য অসুবিধা হয়নি তাতে।

লা লিগার সবগুলো দলেরই ১৪টি করে ম্যাচ শেষ হয়েছে। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ।

কাদিজ রেলিগেশন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে। ১১ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে তারা।

কাতার বিশ্বকাপের আগে লা লিগায় আর কোনো ম্যাচ নেই। বিশ্বকাপ শেষে ৩১ ডিসেম্বর ফের লা লিগা শুরু হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি