বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে আইন সংশোধন
প্রকাশিত : ১৮:৩৩, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ১ অক্টোবর ২০১৬
বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে আইন সংশোধন করা হবে জানালেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শনিবার রাজধানীর এফডিসিতে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে করণীয় শীর্ষক সংলাপে তিনি আরো বলেন, সরকারের একার পক্ষে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয়, পরিবারসহ সমাজের সবার সচেতন হতে হবে। সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক সময় দেখা য়ায় যারা শিশু নিরাপত্তা দিবে, অনেক সময় দেখা যায় তারাই শিশু নির্যাতন করছে। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানবিক গুলাবলীর শিক্ষা দেয়ার আহবান জানান বক্তারা।
আরও পড়ুন