ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাল্যবিয়ে ঠেকাতে জীবন দিলো মার্জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:১৯, ২০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

নিজের বাল্যবিয়ে ঠেকাতে শেষ পর্যন্ত জীবন দিতে হলো জয়পুরহাটের আক্কেলপুরের দেবিশাওল গ্রামের মার্জিয়া সুলতানাকে। চেষ্টা করেও বিয়ে ঠেকাতে পারেনি নবম শ্রেণীর এই শিক্ষার্থী। বাধ্য হয় আত্মহননের পথে যেতে। বাল্য বিয়ে প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ আর সচেতনতা আরো বাড়ানো কতটা জরুরী হয়ে উঠেছে তারই জানান দিয়ে গেল মার্জিয়ার মৃত্যু। 

কিছুদিন আগেও স্কুলের এই কক্ষে ক্লাশ করতো মার্জিয়া। সবার কাছে প্রিয় ছিলো মেধাবী এই শিক্ষার্থী।

৫ বোনের মধ্যে তৃতীয় মার্জিয়া। বড় দুই বোন বিয়ে করেছেন নিজেদেও পছন্দে। বাবার মতের বিরুদ্ধে। সেই থেকে আমজাদ হোসেনের চেষ্টা ইসকুলের গন্ডি পার হবার আগেই মার্জিয়াকে বিয়ে দিয়ে দেয়া।

কিন্তু রাজি ছিলনা মার্জিয়া। কিন্তু তার মতামতের তোয়াক্কা করেনি কেউ। এভাবেই ঠেলে দেয়া হয় আত্ম হত্যার পথে।

এমন ঘটনা যেন তা ঘটে তার জন্য আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানালেন এলাকাবাসী।

পুলিশ বলছে, তদন্ত কওে দোষীদে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষক- সচেতন মহল মনে করছেন বাল্য বিয়ে রোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের উদ্যোগ নিতে হবে এখনই।

আরও দেখুন ভিডিও


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি