ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাল্যবিয়ে রোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ২৮ ডিসেম্বর ২০২২

বাল্যবিয়ে রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে বিশ্বব্যাপী পার্টনারশিপ এর জাতীয় পর্যায়ের নেটয়ার্ক গার্লস নট ব্রাইডস (জিএনবি) বাংলাদেশ রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় পর্যায়ে “বাল্যবিয়ে নিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে ফাতেমা নাজমা নাজমা বেগম এমপি, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালেহ বিনতে সিরাজ। প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন, সোহানুর রহমান, নির্বাহী প্রধান, প্রতীকি যুব সংসদ, বাংলাদেশ মুসলিম ম্যারেজ রেজিস্টার সোসাইটির সভাপতি মাওলানা খলিলুর রহমান সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন গার্লস নট ব্রাইডস বাংলাদেশ নেটয়ার্কের সদস্যবৃন্দ, কিশোর কিশোরী ও মাঠকর্মী। 

সভার প্রারম্ভে নেটওয়ার্ক কর্তৃক সংগঠিত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভার মূল বক্তব্য উপস্থাপন করেন সুমাইয়া সিদ্দিকী সিনিয়র টেকনিক্যাল কো-অরডিনেটর, কেয়ার বাংলাদেশ। বাল্যবিয়ে নিরোধে বিদ্যমান বাধা, নিরোধ কমিটির করণীয়, কমিটির সদস্যদের দ্বায়িত্ব ও কার্যাবলি, শিশু প্রতিনিধির উপস্থিতির অভাব, কমিটিতে নারী সদস্যের অনুপাত, প্রস্তাবিত কার্যক্রম ও সুপারিশসমুহ উপস্থাপন করা হয়। উপস্থাপনা শেষে প্যানেল আলোচনায় শিশু প্রতিনিধিত্ব বৃদ্ধি, ভুয়া জন্মসনদ, সামাজিক ও আইনী সচেতনতা, আইন ও প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি