ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাস ভাড়া করে যাত্রী তুলে ডাকাতি করত তারা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ৩১ জানুয়ারি ২০২২

রাজধানীর উত্তরায় বাস ডাকাতির ঘটনায় দলনেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ। বাস ভাড়া করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে টার্গেট করে যাত্রী তুলতো ডাকাত দল। 

গেল ২০ জানুয়ারি রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে টাঙ্গাইল যাওয়ার যাওয়ার জন্য আর কে আর বাসে উঠার পর ডাকাতির শিকার হন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক ডাক্তার। এ ঘটনায় মামলা হলে রাজধানীসহ বিভিন্ন স্থানে ডাকাত দলে আট সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এসময় তাদের ডাকাতি কাজে ব্যবহৃদ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, " ডাকাত দলের এই সদস্যরা ঢাকা, সাভার, টাঙ্গাউলসহ বিভিন্ন সাথানে ডাকাতি করত।"

তিনি আরও বলেন, "বেশ কয়েকটি ডাকাত দলকে শনাক্ত করেছি, এবার আটজনকে গ্রেপ্তার করেছি, এদের থেকে তথ্য নিয়ে বাকিদের গ্রেপ্তার করব।" 

ডাকাত দলের সদস্যরা বাসের চালক ও হেলপারকে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী মালামাল লুট করার পর সুবিধা জনক স্থানে নেমে যায়।

তিনি আরও বলেন, "মধ্যরাতে চার পাঁচ জন যাত্রী থাকলে, এইসব বাসে তারা ওঠে ডাকাতরা, তারপরে যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে। এছাড়া বাস ভাড়া নিয়ে যাত্রী তুলেও ডাকাতি করে তারা।" 

এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়ি বাঁধ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি