বাসচাপায় স্ত্রীর মৃত্যু, আহত সেনাসদস্যকে আনা হল সিএমএইচে
প্রকাশিত : ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২৫
সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মো. বুলবুল আহমেদ ও শিশু সন্তানকে হেলিকপ্টার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। ঘটনাস্থলেই মারা যান সেনাসদস্যের স্ত্রী।
শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিভাইয়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে স্ত্রী ও ছেলেসহ মোটরসাইকেল করে যাচ্ছিলেন। সেনানিবাস এমপি গেটের সামনে পৌঁছালে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার স্ত্রী নিহত হন।
এরপর গুরুতর আহত অবস্থায় বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টার করে সিএমএইচে পাঠানো হয়।
দুর্ঘটনার জন্য দায়ী সাকুরা পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
আরও পড়ুন