ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসন মাজার সাবান শেষ? বাড়িতেই বানিয়ে নিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

দোকান থেকে কেনা বাসন মাজার সাবানে থালা-বাসন পরিষ্কার হলেও, তা যে আপনার হাতের জন্য একেবারেই উপকারী নয়, সে কথা নিশ্চয়ই জানেন। কেনা সাবানে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, তা ত্বকের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করে। কিন্তু তাই বলে তো আর সাবান ছাড়া বাসন মাজা যায় না! তাহলে কী করবেন?

যদি বাড়িতেই বাসন ধোওয়ার সাবান বানিয়ে নেওয়া যায়, তবে কেমন হয়? প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে এবার বাড়িতেই তৈরি করে ফেলুন বাসন মাজার সাবান। এতে হাতও ভাল থাকবে, আর পরিবেশেরও ক্ষতি হবে না! 

তাহলে জেনে নিন, কীভাবে তৈরি করবেন বাসন মাজার সাবান...

উপকরণ 

১ কাপ রিঠা ফল, ২ কাপ পানি, আধা কাপ রক সল্ট বা সি সল্ট, ৬-৭টি পাতিলেবু এবং ৪ টেবিল চামচ সাদা ভিনেগার।

তৈরির পদ্ধতি 

> রিঠা ফলগুলো ৮-৯ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন বা সারারাতও ভিজিয়ে রাখতে পারেন।

> পরের দিন ওই রিঠা ভেজানো পানির মধ্যে ৬-৭টি লেবু কেটে দিয়ে দিন। প্রেশার কুকারের মুখ বন্ধ করে কিছুক্ষণ রাখুন।

> মিশ্রণটি ঠাণ্ডা হলে রিঠা থেকে দানা বার করে নিয়ে মিক্সিতে মিহি পেস্ট তৈরি করুন। খুব ঘন হয়ে গেলে এতে আরও এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিন।

> সবশেষে, মিশ্রণটি ছেঁকে নিয়ে তাতে সাদা ভিনেগার ও সি সল্ট দিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে নিন।

> তারপর আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে বোতলে ভরে রাখুন।

সূত্র: বোল্ডস্কাই
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি