ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসা ভাড়া দিতে না পারায় যুবকের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর কাফরুল থানার উত্তর কাজীপাড়া এলাকায় বাসা ভাড়া না দিতে পারায় এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ

রোববার দিবাগত রাতে উত্তর কাজীপাড়ার ৪২০ নম্বর বাসার তৃতীয় তলা থেকে পুলিশ মো. রিপন (২৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

রিপন জয়পুরহাট সদর উপজেলার সালগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ কাজীপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, রোববার বাসার ভাড়া দেওয়ার কথা ছিল রিপনের। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে বাসার মালিক জেসমিন রহমান গণমাধ্যমকে জানান, রিপন তিন মাস ধরে স্ত্রী-সন্তান নিয়ে তাঁর বাসায় ভাড়া থাকতেন। সে একটি কোম্পানিতে চাকরি করতেন। তাঁর কাছে এক মাসের ভাড়া পাওনা ছিল।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি