ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

বাসাইল পৌরসভায় গামছার প্রার্থী বিজয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ২২ জুন ২০২৩ | আপডেট: ০৯:০০, ২২ জুন ২০২৩

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

বুধবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।

নির্বাচনে গামছা প্রতীকে চার হাজার ৭৪২ ভোট পেয়েছেন বিজয়ী হয়েছেন রাহাত হাসান টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট।

এ ছাড়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম অটল পেয়েছেন চার হাজার ৩৫৪ ভোট।

নির্বাচন কার্যালয় জানান, ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৭৫ শতাংশ।

এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী বীরউত্তমের নির্বাচনী এলাকা বাসাইল। তাই তিনিসহ দলের শীর্ষ নেতারা তাদের মনোনীত প্রার্থী রাহাত হাসানকে বিজয়ী করতে প্রচারে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৩ সাল ও ২০১৮ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনেও এনামুল করিম এবং রাহাত হাসান নিজ নিজ দলের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। উভয়ই সামান্য ভোটে পরাজিত হন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি