‘বাসায় ভালো লাগেনা তাই মুমিনের হাত ধরে চলে এসেছি’
প্রকাশিত : ২১:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে শহরের আরজি নওগাঁ মহল্লার একটি বাসা থেকে পুলিশের সহায়তায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে সুবাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারের পর সুবার কাছে জানতে চাওয়া হয় কেন এমনটা করেছে সে। উত্তরে সুবা বলেন, ‘বাসায় ভালো লাগেনা তাই তিনি মুমিনের হাত ধরে নওগাঁতে চলে এসেছি। মমিনের সঙ্গে টিকটকেই পরিচয় হয় আমার। এরপর বাসে চড়ে ঢাকা থেকে নওগাঁতে এসেছি।’
সুবা আরও বলেন, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সুবা নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে জানা যায়, মেয়েটি নওগাঁয় অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হলে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মো. মুমিনের বাসায় অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলেমেয়ে উভয়েই পালিয়ে যায়।
এসময় মুমিনের বাবা মো. মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করেছে টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। মুমিন মূলত ঢাকায় একটি দোকনে কর্মচারীর কাজ করে, আর মেয়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সেখান থেকে মেয়েটা তার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসে এবং মুমিনের সঙ্গে প্রেমের সম্পর্কের খাতিরে পালিয়ে যায়।
তবে এ বিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। মোহাম্মদপুর থানায় হয়ত অভিযোগ রয়েছে পরবর্তীতে তাকে সেখানে পাঠানো হবে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে ভিকটিমকে নিয়ে গেছে তারাই আইনমাফিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি।
অপর প্রশ্নে ওসি বলেন, কথিত প্রেমিক মুমিনকে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। তবে আমরা তাকে আটকের চেষ্টা করছি। তার বাবা আমাদের হেফাজতে রয়েছে, আরো কিছু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দিব।
এএইচ
আরও পড়ুন