ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাস্তবে নববধূর সাজে আনুশকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিরাটের সঙ্গে বিয়ের দিনক্ষণ ফাঁস হতেই অনুষ্কার ব্রাইডাল লুক নিয়ে মশগুল নেটিজেন। কেমন হতে যাচ্ছে হাইপ্রোফাইল বিয়েতে কনের লুক? কেমনই বা হবে ব্রাইডাল আউটফিট? বলিউড ডিভার বিয়ের পোশাক তৈরির গুরুদায়িত্বই বা সামলাচ্ছেন কে?

বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিই না কি ডিজাইন করছেন অনুষ্কার ব্রাইডাল গাউন। গত কয়েক দিন ধরেই অনুষ্কার বাড়িতে সব্যসাচীর আনাগোনাই বাড়িয়েছে সেই জল্পনা। এ নিয়ে আগ্রহ আর উত্তেজনা বেড়েই চলেছে।

বৃহস্পতিবার রাতেই ইতালির মিলানের উদ্দেশে সপরিবারে রওনা দিয়েছেন আনুশকা শর্মা। মুম্বাই বিমানবন্দরের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই আগাম শুভেচ্ছা বার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। আনুশকার ফ্যানদের মাথায় বারবার আসছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাতে বলিউড নায়িকার ব্রাইডাল লুক।

করণ জোহরের সিনেমাতে আনুশকা ব্রাইডাল লুক সিনেমা রিলিজের আগে থেকেই জোর আলোচনা চলছিল। এবার তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ওই লুকেই অনুশকাকে কল্পনা করতে শুরু করেছে নেটিজেনরা।

এর আগে ‘রব নে বানাদি জোড়ি’ ও ‘ফিল্লৌরি’- সিনেমাতেও নববধূর বেশে দেখা গিয়েছিল অনুশকাকে। আর এবার বাস্তবে নববধূর সাজে দেখতে অধীর আগ্রহ ভক্তদের।

সূত্র : জি-নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি