ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাহরাইন আ’যুবলীগের সভাপতি কাতারে সংবর্ধিত

কাতার প্রতিনিধি :

প্রকাশিত : ০৮:৫৮, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:১০, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাহরাইন আওয়ামী যুবলীগের সভাপতি এম এ করিমকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার দেশটির রাজধানী দোহার শারে আসমাক নিউ জামান রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি ওলিদ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যাপক বাবু তপন মহাজন।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সাইদুল ইসলাম, আব্দুল জলিল, মো. গোলাম মাওলা, সৈয়দ আরিফ উদ্দিন, মুজিবুর রহমামসহ আরও অনেকেই।

সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা।

পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে দেশিয় সংগীত পরিবেশন করেন শিল্পী রুকসানা জাহেদ ও অতপর ব্যান্ড, নৈশভোজের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি